
প্রকাশিত: ৯ মে, ২০২৪, ১২:০০ এ এম
অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ নির্বাচনে সফিকুল ইসলাম ও হরিপুর উপজেলা পরিষদ নির্বাচনে মো: আব্দুল কাইয়ুম পুস্প (মোটর সাইকেল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়।
বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ নির্বাচনে আলহাজ্জ সফিকুল ইসলাম (আনারস) ৬৩ হাজার ৭৬২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তারই বড়ভাই মোহাম্মদ আলী (মোটর সাইকেল) প্রতীকে ভোট পেয়েছেন ১২ হাজার ৬২ ।অপরদিকে হরিপুর উপজেলা পরিষদ নির্বাচনে আব্দুল কাইয়ুম পুস্প (মোটর সাইকেল) ৩২ হাজার ৭৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো: জিয়াউল হাসান মুকুল (কাপ পিরিচ) পেয়েছেন ১৯ হাজার ৬৯৯ ভোট।
মন্তব্য করুন