
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৪, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ
কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ৯ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২৯ জুলাই) দুপুর ১২টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ১০টা থেকে ওই বিদ্যালয়ের মাঠে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর দুপুর ১২টার দিকে কালো পতাকা হাতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চৌরাস্তার দিকে যাওয়ার চেষ্টা করলে পথে বাধা দেয় পুলিশ। ওই সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সড়কের এক পাশে অবরোধে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এ সময় তারা ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’; জেগেছেরে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’; ‘আবু সাঈদ মরল কেন, প্রশাসন জবাব চাই’; ‘লেগেছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। পরে ছাত্রসমাজের ৯ দফা দাবির কথা তুলে ধরেন সাবাব ইসমাইল নামের এক শিক্ষার্থী। ঘণ্টাব্যাপী অবস্থানের পর বেলা দেড়টার দিকে সড়ক ছেড়ে যান তারা।
আরবি/জেআই
মন্তব্য করুন