ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ৮ জুন, ২০২৪, ০৬:১৩ পিএম

অনলাইন সংস্করণ

ঝিনাইদহে উদ্বোধন করা হয়েছে ভূমিসেবা সপ্তাহ

ছবি: রূপালী বাংলাদেশ

’স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে উদ্বাধন করা হয়েছে ভুমি সপ্তাহ ২০২৪। আজ শনিবার (৮ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। 

এসময় ডিডিএলজি ইয়ারুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায়সহ অন্যান্যরা ।

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তারা বলেন, ভূমি সেবা সহজীকরণে সরকারের কাজ চলমান রয়েছে। প্রত্যেকটা ভূমি সেবা এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যেমে পাওয়া যায় । ভূমি অফিসগুলোতেও এসেছে স্বচ্চতা। বর্তমমান সরকার ভূমি সেবাকে মানুষের দোড় গোড়ায় পৌছে দিতে বদ্ধ পরিকর। নতুন ভূমি আইনের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে সেই সাথে জনভোগান্তি নিরসনে এখন দরকার শুধু জনসচেতনতা ।

মন্তব্য করুন