ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৪, ০৮:৪৯ পিএম

অনলাইন সংস্করণ

ঝিনাইদহে অবৈধ সীসা তৈরীর কারখানা বন্ধ, জরিমানা

ছবি: রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চারাতলা এলাকায় অবস্থিত একটি অবৈধ সীসা কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ মার্চ) বিকেলে পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা সেই সাথে কারখানাটি বন্ধ করে দেন।

হরিণাকুন্ডু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপমা রায় এবং ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান এ অভিযান চালিয়ে অবৈধ সীসা কারখানা বন্ধ করে ৫০,০০০ হাজার টাকা জরিমানা করেন। 

জানা যায়, গত তিন বছর ধরে চারাতলা বাজারের পাশে পায়রাডাঙ্গা গ্রামের ডালিম মণ্ডল তার জমি ভাড়া দিয়ে গাইবান্ধা জেলার মশিয়ার রহমানকে অবৈধ কারখানা পরিচালনা করতে সহায়তা করে আসছিলেন। পুরাতন ব্যাটারি ভেঙে নির্দিষ্ট অংশ পুড়িয়ে তৈরী করা হচ্ছে সীসা, যা থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ বাতাসের সাথে মিশে ছড়িযে পড়ছে চারপাশে এতে মানদেহের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ, গবাদি পশু নষ্ট হচ্ছে মাঠের ফসল।

কথা হয় আলো জোয়ার্দার এর সাথে তিনি বলেন, কারখানাটির পাশে আমার ৮টি গরু ঘাস খাচ্ছিল। একপর্যায়ে গরুগুলো অসুস্থ হয়ে পড়লে বাড়িতে আনার পর তিনটি গরু মারা যায়। এছাড়াও অনেকের বেশ কিছু গরু একই সমস্যায় মারা গেছে।

এসব ঘটনায় এলাকাবাসি সীসা কারখানাটি উচ্ছেদের জন্য বহুবার হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসন ও ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরকে চিঠি দিলেও এতদিনে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে বুধবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানাটি সিলগালা করা হয়।

এ বিষয়ে মশিয়ার রহমান জানান, ‘আমি ঘাটে ঘাটে টাকা দিয়ে এই কারখানা চালাচ্ছি। আমার টাকা সবার পকেটে রয়েছে’। এছাড়াও তিনি দাবি করেন একাধিক জায়গায় মাসিক টাকা দিয়ে এই ব্যবসা চালিয়ে আসছিলেন।

মন্তব্য করুন