জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১২ মে, ২০২৪, ০৬:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

জয়পুরহাটে শাশুড়িকে হত্যার অভিযোগে বউ গ্রেপ্তার

ছবি সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবিতে শাশুড়িকে হত্যার অভিযোগে ছেলের বউ মুনি আক্তার নীলাকে (২০)  গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে পাঁচবিবি উপজেলার হরেন্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মুনি আক্তার নীলা হরেন্দা গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। 

মামলার বিবরণে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যার দিকে আড়াই বছরের শিশু নাতনীকে ভাত খাওয়ানোকে কেন্দ্র করে শাশুড়ি রোকেয়া বেগম ও তাঁর ছোট ছেলের বউ মুনি আক্তার নীলার মাঝে ঝগড়াঝাটি হয়। এরই একপর্যায়ে ছেলের বউ শাশুড়ির মাথার চুল চেপে ধরে টানাহেঁচড়া করতে থাকে। এরপর ছেলের বউ শ্বাশুরিকে ধাক্কা দিয়ে ফেলে দিলে ঘরের দরজার সঙ্গে ধাক্কা লেগে গুরুত্বর আহত হন শাশুড়ি। এসময় আহত মাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন ছেলে। সেখানে রোগীর অবস্থার অবনতি হলে তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেইরাত ৯টার দিকে তিনি মারা রোকেয়া।

পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, এঘটনায় শ্বশুর হাসেন আলী বাদি হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ অভিযুক্ত ছেলের বউ মুনি আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মন্তব্য করুন