প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৫, ০৩:১৮ পিএম

অনলাইন সংস্করণ

জেনে-বুঝেও সাকিব কীভাবে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করলেন— প্রশ্ন প্রেস সচিবের

 

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান জেনে-বুঝেও কীভাবে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করলেন— এমন প্রশ্ন রেখেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে মাগুরা মেডিকেল কলেজ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।

এ সময় মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা প্রেস সচিবের সঙ্গে দেখা করেন। শফিকুল আলম তাদের বলেন, ‘এইখানে এসে যেটা দেখলাম, তাতে মনে হচ্ছে যে মাগুরা মেডিকেল কলেজ ভালোভাবে চলছে। 

এইখানের বিষয়টি আমরা জানিয়েছি (কর্তৃপক্ষকে), তারা বলেছেন যে- আপাতত মাগুরা মেডিকেল কলেজটাকে আপাতত মার্জ করা হচ্ছে না, এইটা আমাদের তারা জানিয়েছেন।’

মেডিকেল কলেজ পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘সাকিব আল হাসান জেনে শুনে আওয়ামী লীগে যোগদান করলো, সেটা কীভাবে করলো আমার মনে প্রশ্ন!’

এ সময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগ বাজে একটি দল, ব্যাংক লুট করেছে, গুম, খুনসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত, তা জেনেও সকিব আল হাসানের মতো আইকন কীভাবে সেই দলে যোগদান করে। একটা দলের হাতে রক্ত। 

সেই দল হাজার ছেলেকে গুম করেছে খুন করেছে। সাকিব আল হাসান আওয়ামী লীগের যোগদান করার আগেই সব কিছুই জানতো।’

তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের উদাহরণ টেনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘তামিম ও মুশফিকও আইকন ছিল। তারা কেন তখন দলে যোগদান করল না? একজন আইকনের নিজস্ব স্বার্থ নেই?’

মন্তব্য করুন