
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৪, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ
‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
রোববার সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে দিবসটি উপলক্ষে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে জেলা লিগ্যাল এইড কমিটি। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে পুনরায় আদালত প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. এহ্সানুল হক, জেলা প্রশাসক মো. শফিউর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আমান উল্লাহ আকাশ প্রমুখ। সবশেষে আদালতের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে আদালত প্রাঙ্গণে জেলা লিগ্যাল এইড মেলা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৭টি স্টল স্থান পেয়েছে।
মন্তব্য করুন