প্রকাশিত: ৬ অক্টোবার, ২০২৪, ০২:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

জামালপুরে ইন্ডিয়ান  চোরাই জিরা আটকে দিল ইসলামপুর থানা পুলিশ

মোঃ এমদাদুল হকজা,মালপুর সদর প্রতিনিধি:

 

জামালপুর পৌরসভার রাণীগঞ্জ (বড়)বাজারের জিরা ব্যবসায়ী শহিদুল ইসলামের চোরাই পথে আসা ইন্ডিয়ান ১২ বস্তা জিরা  আটক করেছে ইসলামপুর থানা পুলিশ।

 

শনিবার দুপুরে ঝগড়ারচর থেকে জামালপুর আসার পথে ডিগ্রির চর মিয়াবাড়ী ব্রিজের উপর থেকে গোপন সংবাদের  ভিত্তিতে ইসলামপুর থানা পুলিশ ১২ বস্তা জিরাসহ বেটারী চালিত অটো ও অটোর চালককে আটক করে থানায় নিয়ে যায়।

 

পুলিশ সূত্রে জানা যায়, ঝগড়াচর বাজারের মের্সাস শরীফ এন্টারপ্রাইজের মালিক মোঃ সাজু মিয়ার দোকান থেকে বর্ডার ক্রস  করে চোরাই পথে আসা ১২ বস্তা ইন্ডিয়ান জিরা বিক্রি করে জামালপুর শহররস্ত রানিগঞ্জ বাজারের মের্সাস শহীদুল এন্টারপ্রাইজের মালিক মোঃ শহিদুল ইসলামের কাছে । ওই জিরা ইসলামপুর ডিগ্রি চর বাজার সন্নিকটে মিয়া বাড়ি ব্রিজ উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করে ইসলামপুর থানা পুলিশ।

 

এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন।

 

মন্তব্য করুন