প্রকাশিত: ৬ অক্টোবার, ২০২৪, ০৩:৩১ পিএম

অনলাইন সংস্করণ

চিলমারীর ব্রহ্মপুত্রে নিখোঁজ সোহানের লাশ মিলল দু'দিন পর

 

 

কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রামের চিলমারী নদীবন্দর ঘুরতে এসে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ হওয়ার সোহানের লাশ দুদিন পর ভেঁসে উঠেছে সুন্দরগঞ্জের কামারজানি এলাকায় ব্রহ্মপুত্রের পাড়ে।

রোববার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। পরে খবর পেয়ে নিহতের স্বজন ও নৌ পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে আসেন।

সোহানের লাশ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনর্চাজ নারায়ণ বর্মা । তিনি বলেন, নিখোঁজ সোহানের মরদেহ ব্রহ্মপুত্র নদের ভাটি সুন্দরগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করে স্থানীয়রা। এর আগে আমাদের ডুবুরি দল নদে তল্লাশি করে তার সন্ধান পাননি।

 

প্রসঙ্গত, শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার চিলমারী নদীবন্দর  রমনা ঘাট এলাকায় ঘুরতে এসে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে যায় সাইদুর রহমান সোহান।

সোহান রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার সারাই জুম্মাপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে এবং বিবাহিত জীবনে এক সন্তানের জনক। 

 

মন্তব্য করুন