প্রকাশিত: ২১ ঘন্টা আগে, ০৮:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনায় যুবলীগ নেতা আসিবুল হাসান গ্রেপ্তার

 


মোঃ একরামুল হক হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি:

২০২৪ সালের ২১ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সহিংসতা ও হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফতেপুর ইউনিয়নের যুবলীগ নেতা আসিবুল হাসান (২৬)কে গ্রেপ্তার করেছে হাটহাজারী থানা পুলিশ।

আজ ২৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে হাটহাজারী থানার এসআই রুপন নাথের নেতৃত্বে অভিযান চালিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামের সাখাওয়াত হোসেনের পুত্র।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২১ অক্টোবর আসিবুল হাসানসহ একদল অস্ত্রধারী ব্যক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলিবর্ষণের মাধ্যমে ব্যাপক তাণ্ডব চালায় এবং শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। এই ঘটনায় আহত শিক্ষার্থীরা বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা দায়ের করে। মামলা নং ১৮, তারিখ ২৫-১০-২০২৪ ইং।

হাটহাজারী থানার এসআই রুপন নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে আসিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

মন্তব্য করুন