টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৪, ০৯:৪১ পিএম

অনলাইন সংস্করণ

গাড়ি চাপায় প্রাণ গেল মায়ের, শিশু পুলিশ হেফাজতে

ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (২৩) এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারীর সাথে থাকা এক বছর বয়সী কন্যা শিশু গুরুতর আহত হয়েছে। তার মাথায় আঘাতের লেগেছে। শুক্রবার (১২ জুলাই) সকাল নয়টার দিকে বিআরটি প্রকল্পের টঙ্গী স্টেশন রোড এলাকার উড়াল সেতুতে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানান, শুক্রবার সকালে একটি বাস যোগে বিআরটি প্রকল্পের টঙ্গী স্টেশন রোড এলাকায় পৌঁছান ওই নারী ৷ এসময় সেতু পারাপার হতে গেলে একটি অজ্ঞাত গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় ওই নারীর দেহ থেতলে যায়। পরে পথচারীরা নিহত ওই নারীর লাশের পাশ থেকে তার কন্যা শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, নিহতের পরিচয় নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) একদল আঙ্গুলের ছাপ নেওয়ার চেষ্টা করেছেন। পুরো দেহ থেতলে যাওয়ায় আঙ্গুলের ছাপ নেওয়া সম্ভব হয়নি। লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেয়া শেষে পুলিশ হেফাজতে রাখা হবে।

মন্তব্য করুন