
প্রকাশিত: ২৪ মে, ২০২৪, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
গাইবান্ধার ফুলছড়ির ব্রহ্মপুত্র নদীতে যাত্রীবাহি ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে কামরুল ইসলাম ১৮ নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৪ মে) সকাল ৯.৩০ টার দিকে উপজেলার কাউয়াবাধায় দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা পৌনে ৭ টা পর্যন্ত তাকে পাওয়া যায়নি।
নিখোঁজ কামরুল ইসলাম এরেন্ডাবাড়ি ইউনিয়নের হরিচন্ডি গ্রামের রমজান আলীর ছেলে।
নৌকাটির ইঞ্জিনের দায়িত্বে থাকা নুরুনবী বলেন, ৩০-৩৫ জন লোক নিয়ে হরিচন্ডি ঘাট হতে নৌকা ছেরে বালাসিঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলাম। সকাল ৯.৩০ টার দিকে কাউয়াবাধা এলাকা দিয়ে যাওয়ার সময় কামরুল নৌকা থেকে পড়ে ডুবে যায়। এ সময় তার মামা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। নদীতে অনেক স্রোত রয়েছে। পরে নদীর ভাটিতে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
কামরুরেল মামা নুরুনবী মিয়া আরো বলেন, ‘নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছে। নদীতে অনেক স্রোত থাকায় উদ্ধার অভিযান চলছে।
এরেন্ডাবাড়ি সাবেক ইউপি সদস্য হানিফ মিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। নদীতে অনেক স্রোতে রয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন এসে উদ্ধার অভিযান চালাচ্ছে।’
ফুলছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার কাজল মিয়া বলেন, নদীতে অনেক স্রোত থাকায় তাদের পক্ষে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন