
প্রকাশিত: ১৫ মে, ২০২৪, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ
মানিকগঞ্জের ঘিওরে গলায় লিচুর বিচি আটকে আব্দুল মজিদ মিয়া (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মজিদ কলিয়া গ্রামের মৃত আব্দুল কাশেম মিয়ার ছেলে। তিনি বড়টিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ছিলেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার বড়টিয়া ইউনিয়নের কলিয়া গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে বলে জানান বড়টিয়া ইউপি চেয়ারম্যান শামসুল আলম রওশন।
নিহতের ছেলে মুরাদের বরাত দিয়ে বড়টিয়া ইউপি চেয়ারম্যান শামসুল আলম রওশন বলেন, মঙ্গলবার মজিদ মিয়ার মেয়েরা, তাদের বাবাকে গ্রীষ্মকালীন ফল লিচু খাওয়ানোর সময় লিচুর বিচি গলায় আটকে যায়। পরিবারের সদস্যরা শিবালয় উপজেলার উথুলী স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন