মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৪, ০৯:১৬ পিএম

অনলাইন সংস্করণ

গজারিয়ায় ৩ হাজার ৭শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ছবি: রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ১১কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এর মাধ্যমে প্রায় ৩ হাজার ৭শ অবৈধ আবাসিক সংযোগ, একটি ঢালাই লোহা কারখানা এবং তিনটি রেস্টুরেন্ট চলতো বলে জানান তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর কলেজ রোডসহ ৫টি স্পষ্টে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার উজ্জ্বল কুমার হালদার।

তিতাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের বিভিন্ন গ্রামের অন্তত ১১কিলোমিটার অবৈধ সঞ্চালন সংযোগ বিচ্ছিন্ন করা হলো। 

যার মাধ্যমে প্রায় ৩ হাজার ৭শ অবৈধ আবাসিক সংযোগ, একটি লোহার ঢালাই কারখানা, তিনটি রেস্টুরেন্টে ও ১৫টি চা দোকান সংযোগ চলতো।পর্যায়ক্রমে উপজেলার সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে তিনি জানান। 

এ সময় অভিযানে তিতাস সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক (মিটার এন্ড ভিজিল্যান্স) আতিকুল ইসলাম ও অভিযানের সার্বিক সহযোগিতা গজারিয়া থানা পুলিশ।

মন্তব্য করুন