খুলনা ব্যুরো

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৪, ০৭:১৭ পিএম

অনলাইন সংস্করণ

খুলনায় ছাত্রদের মিছিলে পুলিশের ধাওয়া, আটক ৫০

ছবি: রূপালী বাংলাদেশ

খুলনা নগরীর সাতরাস্তা মোড়ে বিক্ষোভ কালে বেলা সোয়া দুইটার দিকে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এসময় বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি দুই দিক দিয়ে আটকে রাখে। এতে উত্তেজনায় এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। পুলিশ শিক্ষার্থীদের লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে সারাদেশে ছাত্র হত্যার বিচারের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি চলাকালে ৫০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর সাডে় ১২টার দিকে নগরীর রয়েল মোড় ও ময়লা পোতা মোড়ে মিছিলের চেষ্টাকালে তাদের আটক করা হয়।

এসময় ওই নগরীর গুরুত্বপূর্ণ ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। এসময় পুলিশকে মোবাইল চেক করতে দেখা যায়। আটক করা হয় অনেককে। মোট কতো শিক্ষার্থীকে আটক হযে়ছে, সেই তথ্য জানাতে পারেনি পুলিশ।
এদিকে পুলিশে ধাওয়া খেযে় শিক্ষার্থীদের একটি অংশ আহসানুল্লাহ কলেজে আশ্রয় নেয়। তারা ভবনের ভেতর প্রবেশ করে তালা লাগিযে় দেয়। পরে তালা ভেঙে তাদের আটক করে পুলিশ। দুপুর দেড়টার পরে ছাত্রলীগের কিছু নেতাকর্মী ডালমিল মোড় থেকে লাঠি নিয়ে মিছিল বের করে। পুলিশ আন্দোলনকারী ভেবে তাদের ধাওয়া দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শেরেবাংলা রোড থেকে ছাত্রলীগের আরেকটি মিছিল ময়লা পোতা হয়ে সাত রাস্তার দিকে চলে যায়।

দুপুর ২ টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের আরেকটি অংশ মিছিল নিয়ে রয়েল মোড়ে অবস্থান নেয়। 

মন্তব্য করুন