
প্রকাশিত: ২৯ মে, ২০২৪, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মঙ্গরবার রাতে রনি সরদার (২৪) হত্যার সাথে জড়িত থাকায় এ পর্যন্ত ৩ জন যুককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল নয়ন (৩০), মিরাজ মৃধা (২৫) ও জমিস হাওরাদার (২১)। তাদের কাছ থেকে ১টি ফায়ারিং পিনসহ ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুরি ও ২টি ছোরা উদ্ধর করা হয়েছে।
আজ দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম তার অফিসে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান। মাদক চোরাচালনের টাকা পয়সা ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধে এ হত্যাকান্ড বলে পুলিশ জানায়। এদের মধ্যে নয়ন ও জসিমের নামে হত্যা মামলা রয়েছে।
নিহত যুবকের মা মমতাজ বেগম বাদী হয়ে খুলনা থানায় একটি হত্যা মামরা দায়ের করেছে। এদেরকে আজ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় নগরীর দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের পাশ^র্বর্তী রূপসা গরুরহাট কবরস্থানের পাশে রনিকে গুলি করে হত্যা করে তারই মাদক ব্যবসার সহযোগিরা। নিহত রনি সরদার নগরীর টুটপাড়া এলাকার মৃত আব্দুর রব সরদারের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা রনির ডান কানের নিচে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৮টার সময় তার মৃত্যু হয়।স্থানীয়রা আরও জানান, নিহত রনি একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালা হোসেন খান বলেন, নিহত রনি নগরীর টুটপাড়া ও নদীর ওপার রূপসার রেল লাইনের কাছে থাকত।
মন্তব্য করুন