
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৪, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ভয়াবহ সহিংসতা ও নাশকতার মধ্যে গেল শুক্রবার (১৯ জুলাই) ঢাকা নিউমার্কেট এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশ-বিজিবি এবং আন্দোলনকরীদের সংঘর্ষের সময় সাংবাদিক এফ এ শাহেদ আহত হন। চলমান আন্দোলন ঘিরে সারাদেশে আহত হয়েছেন প্রায় শতাধিক সাংবাদিক।
কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় রাজধানীর নীলক্ষেত মোড়ে ছড়রা গুলির আঘাতে আহত হন রুপালী বাংলাদেশের প্রতিবেদক এফ এ শাহেদ (৩০)। গেল ১৮ জুলাই বিকাল সাড়ে ৫টার দিকে নিউমার্কেট নীলক্ষেত মোড় বিজিবি-পুলিশি আন্দোলনকরাীদের সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহের সময় তিনি গুলিবিদ্ধ হন তিনি।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়, সেখানে তার প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
কোটা আন্দোলন শুরু হওয়ার পর থেকে সারাদেশে নিহত ৪ সাংবাদিকসহ আহত শতাধিকের বেশি। রাজধানীসহ সারা দেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, মারধর ও শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন তারা।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর প্রাথমিক তথ্যও বলছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকায় অন্তত শতাধিক সাংবাদিক আহত হয়েছেন।
আরবি
মন্তব্য করুন