রূপালী বিশ্ব

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৪, ০৩:২৭ পিএম

অনলাইন সংস্করণ

কেরালায় ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৪

ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় চার ঘণ্টার মধ্যে তিনটি ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জন। এনডিআরএফসহ একাধিক সংস্থা মেপ্পাদির কাছে পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। এ ছাড়াও ভারতের বিমান বাহিনীসহ অন্যান্য সংস্থাও উদ্ধার কাজে সহায়তা করছে।

মঙ্গলবার (৩০ জুলাই) ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জন এবং আহত হয়েছে অনন্ত ৭০ জন।

ভূমিধসের বিষয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন এবং এলডিএফ সরকারকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি বিজেপি প্রধান জেপি নাড্ডাকে দলীয় কর্মীদের উদ্ধার কাজে সহায়তা নিশ্চিত করতে বলেছেন। 

প্রধানমন্ত্রী মোদি কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপীর সঙ্গেও কথা বলেছেন, যিনি কেরালায় বিজেপির একমাত্র সংসদ সদস্য। উদ্ধার কার্যক্রম দ্রুত শেষ করার জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, চলমান ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযান জটিল হয়ে উঠেছে। ওয়েনাদ জেলা কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি বলেছে, থন্ডারনাদ গ্রামে বসবাসকারী একটি নেপালি পরিবারের এক বছরের শিশু ভূমিধসে মারা গেছে। ভূমিধসের কারণে চুরামালার প্রধান সেতুটি ধ্বংস হয়ে গেছে, ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থানে অনেক লোক আটকা পড়েছে।


আরবি/এস 

মন্তব্য করুন