কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৪, ০৮:২৮ পিএম

অনলাইন সংস্করণ

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

ছবি: রূপালী বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় অনুষ্ঠিত হয়। সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

গত মঙ্গলবার (১৬ এপ্রিল) প্রথম কর্মদিবসের মধ্য দিয়ে নবাগত ইউএনও এস.এম ইমাম রাজী টুলু বিদায়ী ইউএনও মোঃ আজিজুর রহমান এর স্থলাভিষিক্ত হন। বিসিএস ৩৪তম ব্যাচের কর্মকর্তা এস.এম ইমাম রাজী টুলু সর্বশেষ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০২১ সালের ২৯ জুন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় পদোন্নতি পান। পরবর্তীতে ৪ জুলাই ফরিদপুরের রেভিনিউ ডেপুটি কালেক্টর, মুৃন্সিগঞ্জের গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও
জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন।

মতবিনিময় সভায় কালীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন, বাল্য বিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং, অবৈধ ভাবে নদী দখল, বালি উত্তোলন, কৃষি জমি থেকে মাটিকাটাসহ বিভিন্ন বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গরু চুরি প্রতিরোধ, সরকারি পুকুর ও খাস জমি
উদ্ধারসহ বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

ইউএনও এস.এম ইমাম রাজী টুলু জানান, আমি সরকারের একজন কর্মকর্তা হিসেবে এ উপজেলায় যোগদান করেছি। সরকারি সম্পদ রক্ষা, জনগণকে সেবা প্রদান ও সরকারি নিয়ম মেনে চলাই আমার কাজ। কালীগঞ্জের বিভিন্ন সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মত বিনিময় সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন