প্রকাশিত: ২৪ সেপ্টেম্বার, ২০২৫, ১২:৫৫ এ এম

অনলাইন সংস্করণ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে- বাংলাদেশ সেনাবাহিনীর নওগাঁয় নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

 

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ:

বাংলাদেশ সেনাবাহিনী নওগাঁর পত্নীতলা ক্যাম্প কর্তৃক আয়োজিত আসন্ন সনাতন ধর্মাবলম্বী মানুষদের সবচেয়ে ধর্মীয় শারদীয় উৎসব দুর্গাপূজা নিরাপদ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার গ্রহণকল্পে উদযাপন উপলক্ষে স্থানীয় মন্দির কমিটির নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও গণমাধ্যমকর্মিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা পরিষদ আধুনিক ডাকবাংলো পত্নীতলায় উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকা (পত্নীতলা, ধামইরহাট, সাপাহার ও পোরশা) ৪টি উপজেলার আইনশৃংখলা রক্ষা ও নিরাপত্তা বিষয়ে উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পত্নীতলা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন একেএম ফজলে করিম শুভ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পত্নীতলা ১৪ বিজিবির এডি হাসানুর রহমান, পত্নীতলা থানার ওসি শাহ্ মোঃ এনায়েতুর রহমান, ধামইরহাট থানার ওসি ইমাম জাফর, সাপাহার থানার ওসি আব্দুল আজিজ, পোরশা থানার ওসি মিন্টু রহমান, পত্নীতলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, ধামইরহাট উপজেলার গণমাধ্যমকর্মি আব্দুল মালেক, পোরশা উপজেলার গণমাধ্যমকর্মি কামরুজ্জামান বাবু প্রমুখ।

উল্লেখ্য, ২৪'র গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা ও শান্তি প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। 

মন্তব্য করুন