বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৪, ০৬:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

আবু সাঈদের ছবি আঁকলেন নায়িকা ভাবনা

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর হামলা ভালোভাবে নেননি দেশের বিনোদন অঙ্গনের তারকারা। আবু সাঈদের মৃত্যুতে কেঁপে উঠেছেন অনেকে। অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও আছেন এ তালিকায়। অভিনেত্রী আঁকাআঁকি ও লেখালেখিতে পারদর্শী। নিহত আবু সাঈদের ছবি নিজের মতো করে ফুটিয়ে তুলেছেন ক্যানভাসে।

নিজের ফেসবুকে ভাবনা প্রকাশ করেছেন ছবিটি। সেখানে দেখা যাচ্ছে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদকে। দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে তিনি। তাকে ঘিরে আছে কয়েকটি কাক। বলে রাখা ভালো, ভাবনার বিভিন্ন চিত্রকর্মে কাকের উপস্থিতি লক্ষণীয়।

ছবিটির ক্যাপশনে অভিনেত্রী দিয়েছেন সৈয়দ শামসুল হকের কবিতার কয়েকটি লাইন। সেখানে লেখা, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে।

এর আগে আন্দোলন নিয়ে ভাবনা আরেকটি পোস্টে লিখেছেন, আমার দেশ আমার গর্ব । রক্তের বিনিময়ে পাওয়া আমাদের বাংলাদেশ। আর কোনো মা - বাবার বুক খালি হতে পারে না। সব সংঘাতের শেষ হোক । সবার জীবনের মূল্য আছে।

মন্তব্য করুন