আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৪, ০৯:২১ পিএম

অনলাইন সংস্করণ

আদমদীঘিতে দুই সন্তানের জনকের বিষপানে আত্মহত্যা

ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে জুয়েল হোসেন (৩০) নামের এক ব্যক্তি বিষাক্ত গ্যাস বসি সেবন করে আত্মহত্যা করেছে। সে আদমদীঘি উপজেলার রামপুরা মাদরাসা পাড়ার মৃত সাইদুল ইসলামের ছেলে ও দুই সন্তানের জনক।

গত মঙ্গলবার রাত ১০টায় তিনি বাড়ির পাশে একটি পুকুরপাড়ে বিষাক্ত গ্যাস বসি খেয়ে অসুস্থ হলে তাকে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাত দেড় টায় মারা যায়।

মৃত জুয়েল হোসেনের স্ত্রী সাহিদা বেগম জানায়, তার স্বামী নেশাগ্রস্থ ছিলেন। গত মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জেরধরে কালিপুকুর নামক একটি পুকুর পাড়ে বসে বিষাক্ত গ্যাস বড়ি খায়। তাকে অসুস্থ্য অবস্থায় বগুড়া শহীদ
জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত দেড় টায় মারা যায়। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান।

 

মন্তব্য করুন