কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৪, ০৬:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

কটিয়াদীতে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

নিহত স্মৃতি আক্তার। ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক কাতার প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ জুলাই) সকালে উপজেলার হালুয়াপাড়া এলাকার ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত স্মৃতি আক্তার (২২) উপজেলার মসূয়া এলাকার কাতার প্রবাসী আমিন ভূইয়ার স্ত্রী।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, চার বছর আগে উপজেলার মসূয়া এলাকার কাতার প্রবাসী আমিন ভূইয়া সাথে বিয়ে হয় পৌরসভার নং ওয়ার্ডের হালুয়াপাড়া এলাকার মানিক মিয়ার মেয়ে স্মৃতি আক্তারের। মাস আগে কাতার থেকে এসে স্ত্রীকে আবার শ্বশুর বাড়িতে রেখে কাতারে চলে যায় আমিন। স্মৃতি আক্তার বাবার বাড়িতেই থাকতো। তাদের কেনো সন্তান নেই। শুক্রবার সকালে হালুয়াপাড়া এলাকার পাট ক্ষেতের পাশে পরিত্যক্ত ভুট্টা ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ জানান, আমরা সকালে খবর পেয়ে ঘটনারস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন