মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৪, ০৪:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

মাধবপুরে অনুদানের টাকায় চাঁদাবাজি, গ্রেপ্তার ৩

ছবি: রূপালী বাংলাদেশ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে চা শ্রমিকদের নামে বরাদ্ধ অনুদানের টাকায় চাঁদাবাজি ও চাঁদা আদায়ের ঘটনায় পুলিশ ২ ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার ভোর রাতে উপজেলার নোয়াপাড়া চা বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল নোয়াপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল ঘোষ, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল চন্দ্র রেলি এবং তার ছেলে লিটন রেলি।

নোয়াপাড়া চা বাগানের ভুক্তভোগী চা শ্রমিকরা জানান, গত কয়েক বছর ধরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য প্রতিবছর প্রত্যেক চা শ্রমিককে ৫ হাজার টাকা করে নগদ অনুদানের টাকা দেওয়া হয়। নাম তালিকাভুক্তি সময় সংশ্লিষ্ট ইউপি সদস্যরা বিভিন্ন অজুহাতে সহজ সরল চা শ্রমিকদেও কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। এছাড়া ব্যাংক এশিয়া থেকে টাকা উত্তোলনের সময় চা শ্রমিকদের নগদ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে নাম বাদ দেওয়ার হুমকি দিয়ে বিশেষ টোকেনের মাধ্যমে চা শ্রমিকদের কাছ থেকে ৫শ থেকে ১ হাজার
টাকা চাঁদা আদায় করে। প্রায় ৫/৬ বছর ধরে সহজ সরল শ্রমিকদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন চা শ্রমিকদের কাছ থেকে এভাবে টাকা নেওয়ার বিষয়টি নিয়ে কড়া প্রতিবাদ করেন। এরপরও নোয়াপাড়া চা বাগান থেকে গত ৩ জুলাই থেকে বিভিন্ন কৌশলে প্রায় ১৪ শত শ্রমিকের কাছ থেকে বিশেষ টোকেনের মাধ্যমে ৫০০ টাকা করে নেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে চা বাগানে ২ ইউপি সদস্যদের প্রতি ভুক্তভোগী শ্রমিকরা ক্ষুদ্ব হয়ে উঠে।

নোয়াপাড়া চা বাগানের শ্রমিক নেতা খেলু নায়েক জানান, দুই ইউপি সদস্যসহ একটি চক্র দীর্ঘদিন ধরে চা শ্রমিকদের টাকা হাতিয়ে নিয়ে গেছে। চাবাগানের লোকজন বরাবরই এ অনিয়ম ও দুনীর্তির বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। বর্তমান সংসদ সদস্য এ বিষয়ে মুখ খোলার পর শ্রমিকরা প্রতিবাদি হয়ে উঠে।

মাধবপুর থানার এসআই দ্বীন মোহাম্মদ জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বরাদ্দকৃত অনুদানের ৫ হাজার টাকা উত্তোলন করার জন্য স্থানীয় ২ ইউপি সদস্যও কাছ থেকে টোকেন সংগ্রহ করে ব্যাংক এশিয়া থেকে টাকা উত্তোলন করতে হতো। প্রতিটি টোকেনের জন্য ইউপি সদস্য ও তার লোকজন সাধারন শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে ৫০০ টাকা আদায় করছিল। এ ঘটনায় নোয়াপাড়া চা বাগানের ভুক্তভোগী অভি গোয়ালা ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জনের নামে মাধবপুর থানায় একটি অভিযোগ দেন। পুলিশ অভিযোগ আমলে নিয়ে চাঁদা দাবি ও চাঁদা আদায়ের ঘটনায় ২ ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেপ্তার করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ বলেন গ্রেপ্তারকৃত ৩ আসামীকে বুধবার দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন