নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ১১ জুন, ২০২৪, ০১:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

নীলফামারীতে প্রতিপক্ষের মারপিটে যুবক নিহত

আলিফ ফয়সাল । ছবি: রূপালী বাংলাদেশ

নীলফামারীতে প্রতিপক্ষের মারপিটে আলিফ ফয়সাল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক আলিফ জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের হাজিপাড়া গ্রামের আব্দুস ছালামের ছেলে।

এলাকাবাসী জানায়, জেলার দেওনাই নদীর বালু তোলাকে কেন্দ্র করে রোববার রাতে একই গ্রামের জাহাঙ্গীর, মামুন ও ময়নুল হকের সাথে আলিফের কথা-কাটাকাটির এক পর্যায়ে তারা তাদের সঙ্গী সাথীসহ আলিফকে বেদম মারপিট করে। এতে আলিফ গুর“তর আহত হয়।

স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রংপুরে নেয়ার পথে আলিফের মৃত্যু হয়। এ ব্যাপারে নিহত আলিফের বাবা আব্দুস ছালাম বাদী হয়ে জলঢাকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ লাশ উদ্ধার করে নীলফামারী মর্গে পাঠিয়েছে। ধর্মপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য করুন