
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বার, ২০২৫, ০১:০১ এ এম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন শারদীয়া দূর্গাপূজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কুমিল্লার মৃৎশিল্পীরা। বাঙালী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজা। এ উৎসব উপলক্ষে কুমিল্লা জেলায় এ বছর সাতশত চৌরানব্বইটি মন্ডপে অনুষ্ঠিত হবে দূর্গা মায়ের অর্চনা। আর মাত্র ক'দিন বাকী স্বর্গলোক হতে মর্ত্যে আসছেন দেবীদুর্গা। তারই ধারাবাহিকতায় দূর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎশিল্পীরা।
গেলো ২১ সেপ্টেম্বর (রবিবার) মহালয়া এবং আসছে ২৭ সেপ্টেম্বর (শনিবার) পঞ্চমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। কাঁশফোটা শরৎ এর শারদীয় দূর্গোৎসবকে পরিপূর্ণ রূপ দিতেই মন্দির গুলোতে চলছে পূজার প্রস্ততি। প্রতিমা শিল্পীর সুনিপুণ ছোয়া আর রং তুলির আঁচরে দেবী দূর্গার অনিন্দ্যসুন্দর রুপ দিতে দিন রাতভর চলছে প্রতিমা তৈরির কাজ। ইতোমধ্যে প্রতিমার কাঠামোর মাটির কাজ শেষ। চলছে রং ও সাজসজ্জার কাজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে জেলার প্রতিটি উপজেলার হিন্দু অধ্যুষিত এলাকাজুড়ে আগাম শারদীয় উৎসবের আমেজ লক্ষনীয়। উচু-নিচুর বিভেদ ভুলে সমাজের সকল স্তরের মানুষকে একত্র করে মহাসম্মেলন হয় বলে এ পূজাকে বলা হয় সার্বজনীন পূজা। আর শরৎকালে হয় বলে বলা হয় শারদীয় উৎসব।
আসন্ন দূর্গাপূজাকে সামনে রেখে জেলার ১৬ উপজেলার ৮০৫টি মন্ডপের পূজা উদযাপন কমিটি ব্যস্ত সময় পার করছে। এরমধ্যে কুমিল্লা নগর ও আদর্শ সদর উপজেলায় ১৩১টি পূজামণ্ডপ রয়েছে। কোন কোন মন্ডপে প্রতিমা তৈরির পাশাপাশি সাজসজ্জার প্রস্তুতি ও চলছে।
আসছে ২৮ সেপ্টেম্বর রবিবার দেবী দূর্গার বোধন পূজা ও অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে পাঁচদিনব্যাপী সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড়ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। স্থানীয় কারিগর ছাড়াও বিভিন্নস্থান থেকে কারিগররা কুমিল্লায় এসে তৈরি করছে মাটির প্রতিমা। প্রতিটি পূজামন্ডপের জন্য তৈরি করা হচ্ছে দূর্গা, লক্ষী, সরস্বতী, কার্তিক, গনেশ, অসুর, সিংহ, মহিষ, পেচা, হাঁস ও সর্পসহ বিভিন্ন প্রতিমা। মাটির কাজ শেষে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা এবং মণ্ডপ সাজসজ্জার কাজে মহাব্যস্ত ডেকোরেটর দোকানী ও কারিগররা। দেবীকে বরণ করে নিতে ঢাক, ঢোল ও বাদ্যকাররা বাদ্যযন্ত্র ঠিকঠাক করে নিচ্ছেন ঢাকীরাও। দেবীকে স্বাগত জানাতে সর্বত্র আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। হিন্দু সম্প্রদায়ের আবালবৃদ্ধ বনিতা নারী-পুরুষসহ সব বয়সী মানুষ এ সর্ববৃহৎ শারদীয় উৎসবকে স্বার্থক করতে প্রহর গুনছে।
মুন্সিগঞ্জ হতে আগত মৃৎশিল্পী রমেশ পাল বলেন- প্রতিমা তৈরীর কাজ শেষ, চলছে রং ও সাজসজ্জার কাজ। তিনি আরও বলেন- এ বছর ১০টি পূজা মণ্ডপে প্রতিমা তৈরির কাজ নিয়েছি। বংশ পরম্পরায় এই কাজ করে আসছি। এ বছর প্রতিটি প্রতিমা তৈরির খরচ ৪০ থেকে ৫০ হাজার টাকা নিলেও আমাদের পোষাবে না। কারণ প্রয়োজনীয় উপকরণের মধ্যে রঙ, কাপড়, পুঁথির মালা, পরচুলা, চুমকি, শোলা ও কারিগরের মজুরিসহ সবকিছুর দাম বেড়ে গেছে। শুধু পেশাটাকে টিকিয়ে রাখার জন্য এ কাজ করতে হচ্ছে। মৃৎশিল্পীদের মজুরি বেড়ে যাওয়ায় এই কাজ করে আর পোষায় না।
পূজা উদযাপন কমিটির এক নেতা বলেন- বর্তমানে বাজারমূল্য ঊর্ধ্বগতির কারণে দুর্গা পূজা অর্চনা, প্রসাদ কেনার খরচ-সবমিলিয়ে কমিটির সদস্যরা হিমশিম খাচ্ছে।
এদিকে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার বলেন- শরৎ এর কাশফুল আর নীল আকাশে শুভ্র মেঘ বলে দেয় বিপদনাশিনী দেবী দুর্গার আগমনী বার্তা। হিন্দু সম্প্রদায়ের আবালবৃদ্ধ বনিতা নারী-পুরুষসহ সব বয়সী মানুষ দেবীর আশীর্বাদ পাওয়ার আশায় প্রতিজ্ঞায় প্রহর গুনছে পূজার এই শুভ লগ্নে। তিনি আরও বলেন- আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এ বছর মা দুর্গা গজে (হাতি) আগমন করবেন। এর অর্থ শস্যপূর্ণ বসুন্ধরা। আর ২রা অক্টোবর বিজয়া দশমীতে গমন করবেন নৌকায়। এর অর্থ শস্যবৃদ্ধি আশানুরূপ হলেও বন্যা ও জলোচ্ছাসে কিছু শস্য নষ্ট হবে।
কুমিল্লা পুলিশসুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেছেন- আসন্ন দুর্গাপূজায় যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে জেলার প্রতিটি পূজামণ্ডপে থাকবে গোয়েন্দা নজরদারী। যেসব পূজামণ্ডপে দর্শন্যার্থীর সংখ্যা বেশি থাকবে সেসব পূজামণ্ডপে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। পূজা জেলাশহরে ছিনতাই ও চাঁদাবাজ ঠেকাতে মাঠে থাকবে সাদা পোশাকধারী পুলিশ। এ ছাড়াও মাদক, কিশোরগ্যাং, সন্ত্রাস, ইভটিজিং ও চাঁদাবাজির মতো অপরাধ প্রতিরোধে নিরলসভাবে কাজ করবে কুমিল্লা জেলার পুলিশ টিম। যে কোন অন্যায় রুখতে আমরা পিছপা হবো না। মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন তাই করবে কুমিল্লা জেলা পুলিশ।
কুমিল্লা জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল কায়ছার জানান- সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজাকে বাঙালীর সার্বজনীন উৎসবে রূপ দিতে আমরা বদ্ধপরিকর। দুর্গাপূজায় যেকোনো ধরনের নাশকতা এড়াতে জেলার অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে থাকবে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ গোয়েন্দা নজরদারী। এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে থানাপুলিশের পাশাপাশি পূজামণ্ডপে থাকবে আনসার ও গ্রামপুলিশ এবং স্বেচ্ছাসেবক।
মন্তব্য করুন