প্রকাশিত: ২৪ সেপ্টেম্বার, ২০২৫, ১২:৪৯ এ এম

অনলাইন সংস্করণ

শ্রীপুরে বিএনপির পদ বঞ্চিতদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত



শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:


গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাস, নৈরাজ্য এবং আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনসমূহের পদবঞ্চিত নেতাকর্মীরা৷

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে টেংরা রাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শ্রীপুর রেলস্টেশনে গিয়ে শেষ হয়। মিছিলে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বিএনপির কেন্দ্রীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য পীরজাদা এসএম রুহুল আমিন, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডাঃ শফিকুল ইসলাম, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন সবুজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, জেলা যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী শেখ ফরিদা জাহান স্বপ্না, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ মশিউর রহমান টিটু,  উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লা, মক্কা মেসফালাহ বিএনপি সভাপতি এনামুল হক মোল্লাসহ বিপুল সংখক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করে বলেন, দলের কঠিন সময়ে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া অনেক ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীকে বাদ দিয়ে বিতর্কিত ও অনভিজ্ঞদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এতে দলের ভেতরে তীব্র ক্ষোভ ও বিভাজন সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করে যোগ্য, নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতাদের অন্তর্ভুক্ত করে পুনর্গঠন করার দাবি জানান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

মন্তব্য করুন