
প্রকাশিত: ১৮ ঘন্টা আগে, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ
মিতা রহমান:
ফ্যাসীবাদী আওয়ামী সরকারের বিরুদ্ধে জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতিটি স্তরেই মমতাময়ী নারীদের প্রতিবাদী অংশগ্রহণ ছিল অনুপ্রেরণার উৎস। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ছত্রছায়ায় ‘অসীম শক্তিধর’ আওয়ামী সন্ত্রাসী, বেপরোয়া র্যাব-পুলিশসহ বিভিন্ন বাহিনীর তাক করা অস্ত্র-গুলির সামনে তেজোদীপ্ত-সাহসি নারীরা ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। তাদের প্রতিবাদ আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য টনিক হিসাবে কাজ করেছিল। তারা সন্তানদের পাশে এসে দাঁড়ান অকুতোভয় সৈনিকের মতো। ৩৬ দিনের আন্দোলনে এসব সাহসী বীর নারীর অবদান অস্বীকার করার কোন উপায় নাই।
মৃত্যুভয় উপেক্ষা করে দেশ থেকে স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী শাসন চিরতরে মুছে দিতে জীবনবাজি রেখে রাত-দিন রাজপথে ছিল আমারদের দেশের সংগ্রামী নারী সমাজ। আন্দোলন-সংগ্রামে পাবলিক ও প্রাইভেট-সব বিশ্ববিদ্যালয় থেকে নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। কেউ নারী বা পুরুষ পরিচয় নিয়ে তখন মাঠে নামেনি। মাঠে নেমেছিল দীর্ঘদিন জাতির ঘাড়ে বসে থাকা ফ্যাসীবাদী শাসনের অবসানের লক্ষে। সবাই ভেবেছিল একটা দেশের সরকার কীভাবে তার নাগরিকদের নির্বিচারে হত্যা করছিল। তাইতো তারা তাদের ভাই, বাবার এমনকি সন্তানের ভবিষ্যতের জন্য রাজ পথে নেমে এসেছিল।
কিন্তু, দু:খজনক হলেও সত্য যে, গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের বিদায় হলেও নারী তাদের হিস্যা বুঝে পায়নি। শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্রগুলো নারীরা এখনো বৈষশ্যের শিকার। নতুন বাংলাদেশে নারীর প্রতি আরও সহনশীল হবার প্রয়োজন থাকলেও তা এখনো হয় নাই। সরকার ও দেশের সকলকে মনে রাখতে হবে, এই বাংলাদেশে শুধু নারী হিসাবে নয়, একজন মানুষ হিসাবে মর্যাদা দিতে হবে। সকলকে স্বরণ রাখতে হবে, ছাত্র-জনতার জুলাই আন্দোলনে ‘পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা’। সাহসী শিক্ষার্থী সানজিদা চৌধুরীর অগ্নিঝরা এই বাক্যটি শক্তি যুগিয়েছে আন্দোলনকারীদের। একটা চরম বার্তা পেয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা।
ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪-এর জুলাই গণ-অভ্যুত্থান, সকল আন্দোলন-সংগ্রামে নারীরা অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি নেতৃত্বও দিয়েছেন। কিন্তু প্রতিবারই অভ্যুত্থান শেষে নারীদের পিছিয়ে দেওয়া হয়, অবমূল্যায়ন করা হয়। রাষ্ট্রও নারীর অবদানকে স্বীকৃতি দেয় না; অধিকারের প্রশ্নে নীরব থাকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে বিভিন্ন শ্রেণি-পেশার নারী আহত হয়েছেন। উত্তরায় বাসার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে শহিদ নাঈমা সুলতানার (১৫) মা আইনুন নাহার, প্রবীণ নারী মাসুরা বেগম, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চ্যানেল টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক শামীমা সুলতানা, শ্রমজীবী নারী সামিনা ইয়াসমিন, নরসিংদী সরকারি কলেজের শিক্ষক নাদিরা ইয়াসমিন, ‘চব্বিশের উত্তরা’ সংগঠনের প্রতিনিধি সামিয়া রহমান প্রমুখ। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ছাত্র-জনতার অভ্যুত্থানে ১৩২ শিশু-কিশোর এবং ১১ জন নারী শহিদ হয়েছেন। তথ্য বলছে, শহিদ ১১ নারীর মধ্যে রয়েছেন মায়া ইসলাম, মেহেরুন নেছা, লিজা, রিতা আক্তার, নাফিসা হোসেন মারওয়া, নাছিমা আক্তার, রিয়া গোপ, কোহিনূর বেগম, সুমাইয়া আক্তার, মোসা. আক্তার ও নাঈমা সুলতানা। প্রশ্ন রাষ্ট্র কি তাদের যথাযথ মূল্যায়ন করেছে, যথাযথ সম্মান কি তারা রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের জনগনের কাছে পেতে পারে না ?
৫ আগস্টের পর থেকে গোটা আন্দোলন নিয়ে এক ধরনের পুরুষতান্ত্রিক প্রভাব আমরা প্রত্যক্ষ করছি। যে মেয়েরা স্লোগানে-বিক্ষোভে-প্রতিবাদে রাজপথ মুখর করে রেখেছিল, যাদের ছাড়া এই আন্দোলন কখনোই সফল হতো না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা, এখন সেই মেয়েদেরকেই হারিয়ে যেতে দেখছি আমরা। নারীর অবস্থান পরিবর্তনের কোনো সংস্কার পরিকল্পনা চোখে পড়েনি। দেখা যাচ্ছে আন্দোলনে সক্রিয় অংশ নেওয়ার পরও অধিকার আদায়ের বেলায় মেয়েরা পিছিয়ে পড়ছে ক্রমাগত। ক্রমাগত যেন চলে যাচ্ছে দৃশ্যের বাইরে।
ভাষা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের জুলাই অভ্যুত্থানে নারীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন, নেতৃত্ব দিয়েছেন। কিন্তু প্রতিবারই তাঁদের অবদান অস্বীকার করা হয় এবং তাঁদের পিছিয়ে দেওয়া হয়। ১৪ জুলাইকে ‘জুলাই উইমেন্স ডে’ পালন করা হলো। এগুলো করা যেতে পারে। কিন্তু তাঁদের স্বীকৃতি না দিয়ে, মর্যাদা না দিয়ে, নিরাপত্তা নিশ্চিত না করে এসব উৎসব পালন, ড্রোন ওড়ানোর কোনো মানে হয় না। অভ্যুত্থানের চেতনা পরিপন্থী কাজ এখন হচ্ছে। এই সরকারের প্রথম কাজ ছিল সবার নিরাপত্তা নিশ্চিত করা, সেটা করতে তারা ব্যর্থ।
অভ্যুত্থান হয়েছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে। কিন্তু এখন তার বিপরীত পরিস্থিতি দেখা যাচ্ছে। নারীর প্রতিটা প্রাপ্তিতে বাধা দেওয়া হচ্ছে। সেখানে রাষ্ট্র নীরব ভূমিকা পালন করছে। মনে রাখতে হবে, নারীরা হারিয়ে যায় নাই। তাঁরা ইতিহাসের প্রয়োজনে আবার হয়তো মাঠে নেমে আসবে। শাসকগোষ্ঠী তাঁদের ভূমিকাকে স্বীকৃতি দিতে না চাইলেও ইতিহাস তাদের মনে রাখবে।
( লেখক : মিতা রহমান, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ও আহ্বায়ক, জাতীয় নারী আন্দোলন)
মন্তব্য করুন