প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৪:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

নওগাঁর ধামইরহাটে নারী প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

 

 ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

ধামইরহাটে স্থানীয় সরকারের নির্বাচিত নারী প্রতিনিধিদের নিয়ে অর্ধ-বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে এবং সুইজারল্যান্ড,ওয়াটার এইড বাংলাদেশ ও সুইস কন্টাক্ট বাংলাদেশের সহযোগীতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৯ জুলাই বেলা ১১ টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাকামাম মাহমুদা। প্রধান অতিথি ইউএনও জেসমিন আক্তার নির্বাচিত নারী প্রতিনিধিদের দায়ীত্ব-কর্তব্য তুলে ধরেন। এছাড়াও তিনি সমাজ বিদ্ধংসী মাদক,বাল্য বিবাহ,শিশু অপরাধ ইত্যাদি সামাজিক অপরাধ নিরোধে ভূমিকা রাখতে আহবান জানান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি তথ্য কর্মকর্তা ইসকিতা আফরিন, ইএসডিও কর্মকর্তাগন নারী উন্নয়নে বক্তব্য প্রদান করেন। 

সভার উদ্দেশ্য বর্ননা করেন প্রকল্প ম্যানেজার পজিদুর রহমান। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পরিকল্পনা, বাজেট প্রনয়ন,বাস্তবায়ন ও মৌলিক পরিসেবা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় নারী প্রতিনিধিদের অংশগ্রহন ইত্যাদি বিষয় আলোচনায় স্থান পায়। ইউএনও জেসমিন আক্তার নারীদের সমাজ উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান।

মন্তব্য করুন