প্রকাশিত: ২২ ঘন্টা আগে, ০৯:০৯ পিএম

অনলাইন সংস্করণ

মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতে মাংস ব্যবসায়ীকে জরিমানা

 

 

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

নরসিংদীর মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজন মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বুধবার(২৩ এপ্রিল)উপজেলার হাতিরদিয়া বাজারের মাংসের দোকানে পশু জবাই করে রাস্তার পাশে উচ্ছৃষ্ট ময়লা ফেলে রাখায় পথচারীদের অভিযোগের ভিত্তিতে উপজেলা ভেটেরিনারি সার্জন ড. মাহফুজ কে সাথে নিয়ে উক্ত স্থান পরিদর্শনে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,সহকারী কমিশনার (ভূমি)মো.সজিব মিয়া। 

সংশ্লিষ্ট যায়গায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ এ ৫,০০০/- টাকা জরিমানা করা হয়।

এ সময় হাতিরদিয়া বাজারের মাংস ব্যবসায়ীদেরকে যথাযথ হাইজিন ও পরিষ্কার,পরিচ্ছন্নতা বজায় রেখে রাস্তার পাশে যাতে ময়লা না ফেলায় সে বিষয়ে পরামর্শ দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে বলেও জানান তিনি ।

 

মন্তব্য করুন