প্রকাশিত: ২২ ঘন্টা আগে, ০৮:৪১ পিএম

অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

 

 

রনজিত রায় নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জে পুকুরের পানিতে ডুবে  সিনহা  (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার আনুমানিক সকাল ৯ টায় উপজেলার ৬ নং ভাদুরিয়ার ইউনিয়নের  দিঘীরত্না গ্রামে এ  ঘটনা ঘটে। 

নিহত শিশু নবাবগঞ্জ উপজেলার ৬ নং ভাদুরিয়া ইউনিয়নের  দীঘিরত্না  গ্রামের সুজন মিয়ার কন্যা সন্তান , সে শিশু শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায় , প্রতিদিনের নেয় আজকেও সমবয়সের শিশুদের একসঙ্গে নিয়ে পুকুরের ধারে খেলতে গিয়ে হঠাৎ অসাবধানতা বসত শিশু সিনহা  পুকুরে পড়ে যায়, তা দেখে অন্য শিশুরা তার পরিবারের কাছে ছুটে গিয়ে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা পুকুরের পানি থেকে শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্থানীয় দলার দরগা হাসপাতালে নিয়ে যায়, কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। 

এই বিষয়ে নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ  (ওসি) মোঃ আব্দুল মতিন বলেন,স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টি জেনেছি পরিবারে পক্ষ থেকে কোন অভিযোগ করেনি বা জানায়নি  তারপরও আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি এরপর জানা যাবে শিশুটি কিভাবে মারা গেল।

মন্তব্য করুন