প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৫, ০৮:৫৩ এ এম

অনলাইন সংস্করণ

সাখাওয়াত হোসেন খান ও শেখ নাজমা আক্তার লিজার ৩২তম বিবাহবার্ষিকী আজ

 

সদরুল আইনঃ

ঢাকার বিশিষ্ট ব্যবসায়ি দৈনিক বর্তমান দেশবাংলা পত্রিকার প্রকাশক আলহাজ্ব এ,কে,এম সাখাওয়াত হোসেন খান ও নারী শিক্ষার অনন্য পাদপীঠ শ্রীপুরে মিজানুর রহমান খান ডিগ্রি মহিলা কলেজের শিক্ষক শেখ নাজমা আক্তার লিজা'র ৩২তম বিয়ে বার্ষিকী আজ।

১৯৯৪ সালের আজকের কোন এক হিরন্ময় মাধবীক্ষণে শিক্ষানুরাগী,দানবীর ২বারের নির্বাচিত চেয়ারম্যান,সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট রাজনৈতিক মিজানুর রহমান খানের সুযোগ্য উত্তরসূরী আলহাজ্ব এ.কে. এম সাখাওয়াত হোসেন খানের বাসর রাঙাতে জীবনে এসেছিলেন অমায়িক আচরনের মহিয়ষী নারী ঢাকার সুপরিচিত শেখ পরিবারের সন্তান শেখ নাজমা আক্তার লিজা।ব্যক্তিগত জীবনে তারা এক পুত্র সন্তানের জনক-জননী।

হাঁটিহাঁটি পা পা করে সংসার সমরে ৩১ বছর পার করে আজ ৩২তম বছরে পা রাখলেন এই অনবদ্য জুটি।মহিলা ডিগ্রী কলেজের আঙিনায় শেখ নাজমা াক্তার লিজা যেমন জনপ্রিয় ঠিক তেমনি সংসার সমরেও তিনি এক হাতে সামলে চলেছেন সকল দিক।

৩২তম বিয়ে বার্ষিকীর এই হিরন্ময় মাধবী লগ্নে দৈনিক বর্তমান দেশবাংলা পরিবার তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে,জানাচ্ছে শুভ কামনা ও দীর্ঘায়ূ।বিয়ে বার্ষিকীর এই মাধবীক্ষণটি তাদের জীবনে ফিরে আসুক শতবার,শতরুপে সেই কামনা জানাচ্ছে।

মন্তব্য করুন