রূপালী ডেস্ক

প্রকাশিত: ১ আগষ্ট, ২০২৪, ০২:১২ পিএম

অনলাইন সংস্করণ

আবু সাঈদ হত্যা মামলা

কলেজছাত্র মাহিমের জামিন মঞ্জুর

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিহত আবু সাঈদ হত্যা মামলায় কারাগারে থাকা রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আলফি শাহরিয়ার মাহিমের জামিন মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত-১ এর বিচারক মোস্তফা কামাল এই আদেশ দেন।

আরও পড়ুন:  ৬ সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর

আদালতের পিপি রফিক হাসনাইন জানান, নথিপত্র অনুযায়ী শিক্ষার্থী মাহিমের বয়স ১৬ বছর ১০ মাস হওয়ায় এবং অপরাধের সাথে জড়িত না থাকার তথ্য প্রমাণ পাওয়ায় তাকে জামিন দিয়েছে আদালত। সব প্রসিডিউর শেষে আজই তাকে মুক্তি দেয়া হবে।

 

আরবি/জেআই

মন্তব্য করুন