ইবি প্রতিনিধি

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৪, ১১:৩০ পিএম

অনলাইন সংস্করণ

মার্চ ফর জাস্টিসে ইবির ১১ শিক্ষার্থীসহ ১৪ জন আটক

ছবি: রূপালী বাংলাদেশ

কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী ছাত্রজনতা হত্যার প্রতিবাদে ঘোষিত নয় দফা দাবী আদায়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১১ জন সহ মোট ১৪ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩১ জুলাই) কুষ্টিয়া ডিসি কোর্ট সহ শহরের বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের এই তথ্য নিশ্চিত করেন।

খোজ নিয়ে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত মার্চ ফর জাস্টিস’ কর্মসূচী পালনে কুষ্টিয়া জেলা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে দুপুর ৩ টায় কুষ্টিয়া ডিসি কোর্ট এলাকায় শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। একত্রিত হয়ে কর্মসূচী শুরু করতে গেলে আদালত এলাকায় কাউকে অবস্থান নিতে বাধা দেয় পুলিশ। শিক্ষার্থীরা একত্রিত হওয়ার আগেই সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে শহরের বিভিন্ন জায়গা থেকে ১৪ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের বলেন, ১৪ জনকে আটক করা হয়েছে। এখানে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং কুষ্টিয়া সরকারি কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আছে। শিক্ষার্থীদের আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

যদি জিজ্ঞাসাবাদে সহিংসতার সাথে সংশ্লিষ্টতা পাওয়া না যায় তাহলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হবে।

মন্তব্য করুন