প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৭:৪১ পিএম

অনলাইন সংস্করণ

সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বদলীজনিত সংবর্ধনা অনুষ্ঠিত

 

মোঃ ইব্রাহিম প্রতিনিধি সেনবাগ নোয়াখালী :

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা হোসেন এর বিদায় জনিত এবং নতুন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামিমা আক্তার এর দায়িত্ব গ্রহণ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রবিবার বিকেলে বাংলাদেশ শিক্ষক সমিতি,মাদ্রাসা শিক্ষক সমিতি এবং উপজেলা স্কাউটস এর উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ শিক্ষক সমিতি,সেনবাগ উপজেলা শাখার সভাপতি মোঃ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা 

মোঃ মহি উদ্দিন।

বাংলাদেশ শিক্ষক সমিতি, সেনবাগ উপজেলা শাখার সদস্য সচিব আবু তাহের সেলিম এর সঞ্চালনায়

বক্তব্য রাখেন -বিদায়ী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা হোসেন, নতুন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামিমা আক্তার,কানকিরহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গোলাম আজম, নবীপুর ফয়জুল উলুম মাদ্রাসার সুপার মাওলানা ইয়াছিন করিম,উপজেলা স্কাউটস কমিশনার আবু বকর ছিদ্দিক,উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ কামাল উদ্দিন।

সমাপনী বক্তব্য রাখেন আয়োজিত অনুষ্ঠানের সভাপতি এবং বাংলাদেশ শিক্ষক সমিতি,সেনবাগ উপজেলা শাখার সভাপতি মোঃ মনিরুল ইসলাম। 

অনুষ্ঠেয় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী এবং নতুন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকেই শিক্ষক সমিতি,মাদ্রাসা সমিতি এবং উপজেলা স্কাউটস এর পক্ষ থেকে শিক্ষক নেতৃবৃন্দ  ফুলেল শুভেচ্ছা এবং উপহার সামগ্রী তুলে দিয়েছেন। 

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন