
প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে ভূমি মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ২৫ মে সকাল ১০ টায় ইউএনও জেসমিন আক্তারের নেতৃত্বে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ইউএনও জেসমিন আক্তার। তিনি ভূমি সংক্রান্ত জটিলতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, দালালের খপ্পরে না পড়ে সরাসরি অফিসের সাথে যোগাযোগ করতে অনুরোধ করেন,জমি কেনার সাথে সাথে নামজারি এবং নিয়মিত কর পরিশোধের নির্দেশনা প্রদান করেন। ভূমি নিয়ে বিভিন্ন মারা-মারি, মামলার উদ্ভব ও সমাধান বিষয়ে কথা বলেন ওসি আঃ মালেক। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগন, শিক্ষক,ভূমি মালিক উপস্থিত ছিলেন। ৩দিন ব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন