
প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
আনোয়ার হোসেন.যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর সার্কিট হাউস মিলনায়তনে এক প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকতা পেশাকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে স্থান দিতে হবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি বলেন সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়নের কার্যক্রম চলছে
গতকাল শনিবার (২৪ মে) দুপুর বেলা প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, গণমাধ্যমকর্মীকে তার নিজস্ব মতামত প্রকাশ বর্জন করতে হবে। গণমাধ্যমকে নিজস্ব মতামত
প্রকাশ করলে গ্রহণযোগ্যতা পায়না। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গণমাধ্যমের দায়িত্বশীলতা প্রতিষ্ঠিত করে, মানুষের মনে আস্থা তৈরি করে। এর মধ্যদিয়ে একটি দেশের গণমাধ্যমকে মানুষের কণ্ঠস্বরে পরিণত হয়।
তিনি আরও বলেন, সাংবাদিকদের মর্যাদা নিশ্চিত করা না গেলে গণমাধ্যমকে কার্যত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভে পরিণত করা যাবে না। এই জন্য স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তা দরকার। এসব বিবেচনা করেই সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে।
গণমাধ্যমে তথ্য প্রকাশে ভুল-ভ্রান্তির বিষয়ে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, ভুল সংশোধন, দুঃখ প্রকাশ করা সংস্কৃতি আমাদের গণমাধ্যমগুলোকে গড়ে তুলতে হবে। এতে গণমাধ্যম আরও শক্তিশালী হয়, গ্রহণযোগ্য হয় এবং সংক্ষুব্ধ ব্যক্তি সন্তুষ্ট হয়। এটাই গণমাধ্যমের দায়িত্বশীলতা।
কেবল অভিযুক্ত হলেই কেউ অপরাধী হয়ে যান না, বিচারে প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী হিসেবে গণ্য করা যায় না। সাংবাদিকদের অবশ্যই অভিযুক্ত ও অপরাধীর মধ্যে পার্থক্য বোঝা উচিত।
আজ ২৫মে সকাল বেলা বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট পরিদর্শন করলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মাননীয় বিচারপতি এ কে এম আব্দুল হাকিম মহোদয় এসময় সাথে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজির হাসান,
মন্তব্য করুন