
প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ
মোঃ একরামুল হক হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি:
সারা দেশে একযোগে পালিত হচ্ছে "ভূমি সেবা সপ্তাহ ২০২৫", যার অংশ হিসেবে হাটহাজারী উপজেলা ভূমি কার্যালয়েও তিন দিনের বিশেষ সেবা কার্যক্রম শুরু হয়েছে। ২৫ থেকে ২৭ মে পর্যন্ত চলমান এই সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ বি এম মশিউজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মশিউজ্জামান বলেন, “ভূমি হলো মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদ যেন জটিলতা ও হয়রানি থেকে মুক্ত থাকে, তা নিশ্চিত করতেই সরকার ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কাজ করে যাচ্ছে। আমরাও প্রশাসনের প্রতিনিধিত্ব করে এই সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।”
এ সময় নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান জানান, “দায়িত্ব গ্রহণের পর থেকেই আমি নাগরিকদের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দিতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। উপজেলার পাঁচটি ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দিয়েছি, যেন কেউ পেশা, পরিচয় বা অবস্থানের কারণে বৈষম্যের শিকার না হন।”
তিনি আরও বলেন, “ভূমি অফিস থেকে ঘুষ, দুর্নীতি ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করছি। জনসাধারণ যেন সুষ্ঠু ও নির্ভরযোগ্য সেবা পায়, সেটিই আমাদের লক্ষ্য।”
ভূমি সেবা সপ্তাহে হাটহাজারীর জনগণকে সরাসরি সেবা দেওয়ার পাশাপাশি জনসচেতনতাও বাড়ানো হচ্ছে, যাতে ভবিষ্যতে নিজের অধিকার সম্পর্কে সকলে সচেতন থাকে।
মন্তব্য করুন