
প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ
জুয়েল রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আসন্ন ঈদুল আজহা ও কোরবানির হাটকে কেন্দ্র করে নাগরপুর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয় এ মহড়া, যা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও ইউনিয়নে পরিচালিত হয়।
ঈদের সময় চাঁদাবাজি, গরুর হাটে নৈরাজ্য, মাদক কারবার, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ করতেই এ উদ্যোগ নেয় প্রশাসন। মহড়ার নেতৃত্ব দেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান এবং নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।
এতে আরও অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, নাগরপুর সেনা ক্যাম্পের কর্মকর্তা ক্যাপ্টেন মাহদী হাসান, থানা পুলিশ সদস্য, সেনাবাহিনীর সদস্য ও ভূমি অফিসের কর্মরত কর্মকর্তারা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ঈদে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতে এই মহড়ার মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। জনসাধারণকে যে কোনো ধরনের অপরাধ ও অনিয়ম রোধে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন