প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫, ০৭:১৫ পিএম

অনলাইন সংস্করণ

শাহ আরেফিন পাথর ব্যবসায়ি সমবায়সমিতির উদ্যেগে রাস্তার সংস্করন কাজ চলমান

 মোঃ মানিক মিয়াঃ


সিলেটের কোম্পানি গঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউ পির ৯নং ওয়ার্ডের বাবুল নগর থেকে ছনবাড়ী  । প্রায় তিন কিলোমিটার রাস্তা সংস্কার কাজ চলছে। শুক্রবার  সরজমিন ঘুরে জানা যায়, বাবুল নগর থেকে ছনবাড়ী  এলাকার  রাস্তাটি কাঁচা মাটির হওয়ায় একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে যানবাহন চালক, যাত্রী, শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। ইউনিয়নের এই রাস্তাটি সংস্কার অভাবে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। জনগণকে এ ভোগান্তির হাত থেকে রক্ষা করতে সংগঠনটির উদ্যোগে রাস্তায় ইট বিছিয়ে ও রাবিশ দিয়ে সংস্কার করার চেষ্টা চলমান। পথচারী  সমাদ বলেন, বিগত ১০ বছর যাবত এই রাস্তার কোন কাজ হয়নি। আমরা স্থানীয়ভাবে অনেকবার মেম্বার ও চেয়ারম্যানের কাছে গেছি কিন্তু কোন বরাদ্দ দেয়নি। কিছুদিন যাবত স্কুলের ছেলেমেয়েরা বৃষ্টির কারণে বাড়ি থেকে বের হতে পারে না এবং যারা বৃদ্ধ অসুস্থ তাদের চলাচলের উপক্রম থাকে না। আমাদের এলাকার সংগঠনের মাধ্যমে রাস্তাটি সংস্কার  করেছে। তবে আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই আমাদের এলাকার অবহেলিত রাস্তাগুলি যেন স্থায়ীভাবে সংস্কার  করে।
শাহ আরেফিন পাথর ব্যবসায়ী সমিতির  সভাপতি মোঃআজির উদ্দিন তালুকদার বলেন, আমাদের সংগঠনের সকল সদস্যদের উদ্যোগে এবং এলাকাবাসী ও সহযোগিতায় রাস্তা সংস্কারের কাজ চালিয়ে যাবো।  এই রাস্তাগুলো বর্ষা মৌসুমে চলার  একেবারেই অনুপযোগী ছিল। আমরা ইটভাটা থেকে ইটের রাবিশ ও ভাঙা ইট এনে মাটির উপরে প্রায় ২ ইঞ্চি পরিমাণ দিচ্ছি। বর্তমান সময়ে সকলেই স্বাচ্ছন্দ্যে বৃষ্টির মধ্যে যাতায়াত করতে পারবে। তবে এর সাথে প্রশাসনের সহযোগিতা পেলে রাস্তা সংস্কার কাজ আরো দ্রুতগতিতে ভালোভাবে করা যেত। রাস্তার সংস্কার কাজ চলা কালে উপস্থিত ছিলেন শাহ আরেফিন পাথর ব্যবসায়ী সমিতির সকল পর্যায়ের নেতৃবৃন্দ। আইয়ুব আলী,আনাই মিয়া,সানুর আলী সাবেক মেম্বার, হাজীআঃরশিদ,হুশিয়ার আলী,বশর মিয়া,রতন মিয়া,হাজী আজির মেম্বার সাবেক,বাবুল আহমদ, ঈসমাইল,সেবুল মিয়া,ইয়াসিন, আনফর আলী, রতন মিয়া, জাহের মির্দা,ঈসমাইল হোসেন,আঃনুর,ইব্রাহিম, আলী হোসেন,হেকিম,মানিক মিয়া,সোনা মিয়া,ফারুক মিয়া,জৈনুদ্দিন,সাদ্দাম,এলাইচ মিয়া,সাইফুল আলম,ইয়াকুব মিয়া,সমাদ আলী,কালা মিয়া,লিলু মিয়া,হান্নাম মিয়া,ফিরুজ মিয়া,আলাউদ্দিন,সমুজ আলী,ঈসমাইল,সুরাব আলী,আফসার তালুকদার, জামাল উদ্দিনপ্রমুখ।

 

মন্তব্য করুন