
প্রকাশিত: ৩ জুলাই, ২০২৫, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ
তাপস চন্দ্র সরকার (কুমিল্লা)ঃ
আজ শুক্রবার (৪ জুলাই) আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কুমিল্লার যৌথ আয়োজনে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে কুমিল্লা নগরীর পাথুরিয়া পাড়াস্থ শ্রী শ্রী গুন্ডিচা মন্দিরে সকাল সাড়ে ৭টায় হতে যথাক্রমে শ্রী শ্রী জগন্নাথদেবের পূজার্চনা ও দর্শন আরতি, বিশ্বশান্তি কল্পে অগ্নিহোত্র যজ্ঞ, ভজন কীর্তন শেষে মধ্যাহ্নে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং দুপুর ২টায় ধর্মসভা।
ওই সভায় প্রধান আশীর্বাদক আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী
অনুষ্ঠানে উদ্বোধনী শ্রীমদভগবদগীতা পাঠ করবেন কুমিল্লা জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির ইসকন উপদেষ্টা শ্রীমান সদাশিব সিংহ দাস ব্রহ্মচারী।
ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন- কুমিল্লা জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল কায়ছার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশসুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, জেলা পিপি এডভোকেট কাইয়ুম হক রিংকু, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসূফ মোল্লা টিপু প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন- কুমিল্লা জেলা সাবেক জিপি এডভোকেট তপন বিহারী নাগ এবং স্বাগত বক্তব্য রাখবেন- বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা আহবায়ক শ্রীমান শ্যামল কৃষ্ণ সাহা।
এতে সভাপতিত্ব করবেন- কুমিল্লা জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সভাপতি শ্রীমান সুদর্শন জগন্নাথ দাস ব্রহ্মচারী।
বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর দক্ষিণ ঠাকুরপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দির হতে জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির পর্যন্ত পৃথক রথারোহণ, শুভ আরতি ও মহাহরিনাম কীর্তন সহযোগে ভক্ত সমাবেশ বর্ণাঢ্য শোভাযাত্রা।
জানা যায়- মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি। সেখান থেকে আবার সাতদিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ। এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে। পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ। এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে।
ওই অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), কুমিল্লা'র সভাপতি শ্রী সুকান্ত চক্রবর্তী @ সুদর্শন জগন্নাথ দাস ব্রহ্মচারী।
মন্তব্য করুন