
প্রকাশিত: ৩ জুলাই, ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের ব্যাবস্থাপনায় পিকেএসএফ ও গ্রীন ক্লাইমেট এর অর্থায়নে এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেন্জ ড্রট প্রকল্প ( ইসিসিসিপি) এর আওতায় ৩জুন বৃহঃবার দুপুর ১টায় মনোহরপুর গ্রামের পুকুর পাড়ে বৃক্ষ রোপন কার্যক্রম উদ্বোধন করেন ২নং আগ্রাদিগুন ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক।এসময় উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়ক শরিফুল ইসলাম, টেকনিক্যাল অফিসার ইমরান হোসেন রোজ,হিসাব রক্ষক ফরহাদ হোসেন, কমিউনিটি মবিলাইজেশান অফিসার (সিএমও) মন্জুরুল ইসলাম, সিএমও অনিক মাহমুদ,ইউপি সদস্য সাদিউল আলম বাবু ও এনামুল হক। হিসাব রক্ষক ফরহাদ হোসেন জানান, উপজেলার আগ্রাদিগুন, খেলনা আলমপুর ও আড়ানগর এই ৪টি ইউনিয়নের অসহায় দরিদ্রদের সুবিধার্থে ৩২ লক্ষ ৭৩ হাজর টাকা ব্যায়ে পৃথক ৪টি পুকুর খনন করা হয়েছে এবং ৪টি পৃথক কমিউনিটি ক্লাইমেট এডাবটেশান গ্রুপ ( সিসিএ) গঠন করা হয়। পুকুড় পাড়ে বৃক্ষ রোপন করা হয়। সিসিএ গ্রুপ গুলো গাছ এবং মাছ চাষ থেকে সুবিধাভোগ করবে। এছাড়াও সিসিএ এর ৩৮০টি পরিবারকে সবজি চাষের জন্য প্রতিটি পরিবারকে ৬হাজার টাকা করে ১১ লক্ষ ৪০ হাজার টাকা এবং কৃষি উপকরন বাবদ ২হাজার টাকা করে ৩লক্ষ ৮০ হাজার টাকার ভার্মি কপোষ্ট সার সহযোগীতা করা হয়। এছাড়াও ২০২৪-২৫ অর্থ বছরে ৬৩লক্ষ ৬৪হাজার টাকা ব্যায়ে আগ্রাদিগুন ইউনিয়নের রামচন্দ্রপুর হতে মনোহরপুর পর্যন্ত ৩ কিঃ মিঃ খাড়ী খনন করা হয়। ফরহাদ হোসেন আরও জানান, ম্যানেজ একুইফার রিচার্জ (এমএআর) প্রকল্পের আওতায় ৩০টি বিদ্যালয়ে ৬০লক্ষ ৩হাজার টাকা ব্যায়ে উন্নয়নমূখী কার্যক্রম হাতে নেয়া হয়েছে এবং এসকল কার্যক্রম সফল করতে আগামীতে আরও পদক্ষেপ নেয়া হবে।
মন্তব্য করুন