প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৩:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

যশোর সদর উপজেলার বৃষ্টির মধ্যে ফুটবল খেলার সময় বজ্রপাতে এক স্কুল ছাত্রের মৃত্যু

 

 

আনোয়ার হোসেন.নিজস্বপ্রতিনিধঃ

যশোরে বৃষ্টির মধ্যে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মিশকাত রহমান সুলতান (১২) বছরের এক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১ টার সময়ের দিকে 

সদর উপজেলার ইছালী ইউনিয়নের কামারগন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহত সুলতান কামারগন্না গ্রামের রাসেল হোসেনের ছেলে ও ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

 

নিহতের স্বজনরা জানান, বন্ধুদের সাথে কামারগন্না স্কুল মাঠে বৃষ্টির মধ্যে ফুটবল খেলছিল সুলতান। তখন হঠাৎ বজ্রপাত হলে কয়েকজন মিলে মাঠে পড়ে যায়। অন্য বন্ধুরা ওঠে দাঁড়ালেও সুলতান পড়ে ছিল। খেলার সাথীদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে সুলতানকে উদ্ধার করে যশোর সদর জেনারেল হাসপাতালে আনে। এ সময়ে জরুরী  বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডা. জুবাইদা আফসানা বলেন. সুলতান কে মৃত অবস্থায় এখানে আনা হয়েছে। তার শরীরের সামান্য অংশ ঝলসে গেছে।

সন্তানকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়ে বাবা-ও মা। সুলতানের মা সেলিনা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, কিছুক্ষণ আগেও আমার সোনার সাথে কথা হয়েছে।আমি  যদি জানতাম এভাবে আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে কখনো ফুটবল খেলতে যেতে দিতাম না। সুলতানের মর্মান্তিক মৃত্যুতে এলাকাবাসী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

 

মন্তব্য করুন