
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৪, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ
এক সময়ের ব্যস্ত ও জনপ্রিয় নায়িকা নাহিদা আশরাফ আন্না। দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন প্রায় অর্ধশত সিনেমায় অভিনয় করা এই নায়িকা। সংসারের পাশাপাশি ব্যবসা নিয়েই এখন তার ব্যস্ততা। সংসার ও ব্যবসা নিয়ে যতই ব্যস্তা থাকুক চলচ্চিত্র সংশ্লিষ্ট যেকোনো অনুষ্ঠানে উপস্থিত থাকেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসেছিলেন। নির্বাচনের শুরুতেই জানিয়ে দিয়েছিলেন পছন্দের প্রার্থীর নাম। নির্বাচনে জয়ীও হয়েছেন তার পছন্দের প্যানেলের প্রার্থীরা।
অভিনেত্রী আন্না উচ্ছ্বাস প্রকাশ কলে বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মাবারাক আল্লাহ, জয় আমাদের, এই জয় আমাদের সব শিল্পীদের জয়। শিল্পী সমিতির নতুন কমিটির সবাইকে জানাই অন্তরের থেকে শুভেচ্ছা দোয়া ও ভালবাসা। আমি একজন শিল্পী হিসাবে আপনাদের থেকে চাই আমাদের শিল্পী সমিতিতে যেনো সবাই এক থাকি, কোনো ও ভেদাভেদ না হোক, আমাদের ওটা স্থান আমরা যেন শান্তি মতো বসতে পারি গিয়ে।
আর আপনারা যারা জয়ী হয়েছেন তারা শিল্পী দের উন্নয়ন এর জন্য কাজ করুণ, আর কে কোথায় আছে, কেমন আছে তা খোঁজ খবর নিবেন এটাই চাওয়া, সবাইকে একত্রিত করবেন এই কামনা আপনাদের কাছে। এবারে নির্বাচন একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে এবং সকল শিল্পীরা আমরা একত্রিত ছিলাম এবং মনে হয়েছে যে আমরা ঈদের মতো অনেক বছর পরে একটা নির্বাচন প্রক্রিয়া পালন করতে পেরেছি। আর যারা জয়ী হোননি তারাও আমার অনেক কাছের আপনজনেরা ছিলেন, তাদের পাশে ছিলাম থাকবো এবং তাদের জন্য অনেক শুভকামনা রইল আগামীতে আপনারা ভালো কিছু করবেন এই প্রত্যাশা রইল। আমরা সবাই এক জাগ্রত হোক বিবেক।
উল্লেখ, ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে জড়িত ছিলেন আন্না। শিশুশিল্পী হিসেবে তিনি ‘বিদ্রোহী পদ্মা’, ‘মালা তুমি কার’, ‘প্রেম পিয়াসীসহ বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।
২০০৬ সালে বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় তিনি রানার্সআপ হয়েছিলেন। ২০০৭ সালে এফআই মানিক পরিচালিত ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন আন্না।
মন্তব্য করুন