প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০১:০০ পিএম

অনলাইন সংস্করণ

মিঠাপুকুরে উপজেলা নাগরিক ফোরাম গঠিত সভা অনুষ্ঠিত



মিঠাপুকুর( রংপুর) প্রতিনিধিঃ

জিএফএ কনসালটিং গ্রুপ,কানাডা ও সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় এবং জাতীয় বেসরকারি সংস্থা আমরাই পারি বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় নাগরিক প্রকল্প দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্র মিঠাপুকুর উপজেলায় কার্যক্রম বাস্তবায়নে গতকাল বুধবার রংপুরের মিঠাপুকুর উপজেলার মডেল টিচিং হোম সেন্টারে  উপজেলা নাগরিক ফোরাম গঠন সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নাগরিক ফোরাম গঠন সভায় প্রজেক্ট সম্পর্কে বক্তব্য রাখেন, দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্রের নাগরিক প্রকল্পের প্রজেক্ট অফিসার গৌসুল আজম।
বক্তারা বক্তব্যে নাগরিক প্রকল্পে লক্ষ্য ও উদ্দেশ্য  বলেন, নারী, যুব এবং প্রান্তিক জনগোষ্ঠীসহ নাগরিক সমাজের কন্ঠস্বর শক্তিশালী  করা, তাদের প্রতিনিধিত্ব ও স্বীকৃতি বৃদ্ধি করা এবং সিদ্ধান্ত গ্রহন ও অধিকার লঙ্ঘনের প্রতিকার চাওয়ার প্রক্রিয়ায় তাদের অংশগ্রহন বৃদ্ধি করা। আলোচনা সভায়, সকলের সর্ব সম্মতিক্রমে নবনির্বাচিত মিঠাপুকুর উপজেলা নাগরিক ফোরামের সভাপতি মাষ্টার মোহন লাল কুজুর  ও  গোলাপ বাড়াকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় মিঠাপুকুর  উপজেলার আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।
 

মন্তব্য করুন