
প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ
সদরুল আইনঃ
জাতীয় সংসদের ১৩তম নির্বাচন ঘিরে সাম্প্রতিক অগ্রগতি ও পরিস্থিতি তুলে ধরতে মঙ্গলবার (৯ জুলাই) রাতে সরকার এক জরুরি প্রেস ব্রিফিং ডেকেছে।
সরকারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। এটি আয়োজন করছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
ব্রিফিংয়ে জাতীয় নির্বাচন ঘিরে সম্প্রতি ঘটে যাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনার প্রেক্ষাপট এবং সরকারের অবস্থান তুলে ধরা হবে বলে জানিয়েছে প্রেস উইং।
দেশবাসীকে নির্বাচন সংক্রান্ত সর্বশেষ তথ্য জানাতেই এ আয়োজন করা হয়েছে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এরই মাঝে এ ব্রিফিংকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
মন্তব্য করুন