
প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল পুনর্বিবেচনার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিপ্রত্যাশীরা।
শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে শতাধিক চাকরি প্রার্থী অংশ নেন। তাঁরা দাবি করেন, এবার চূড়ান্ত ফলাফলে যথাযথভাবে পদ অন্তর্ভুক্ত হয়নি।
প্রতি বিসিএসে সাধারণত চূড়ান্ত ফলাফলের আগে অতিরিক্ত ৪০০ থেকে ৫০০ পদ যোগ করা হলেও এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে পদ সুপারিশ করা হলেও প্রধান উপদেষ্টা কার্যালয়ে তা আটকে রয়েছে।
একজন চাকরি প্রার্থী অভিযোগ করে বলেন, “আমাদের তথ্যমতে এবার প্রায় ৬০ শতাংশ পদ পুনরায় সুপারিশ করা হয়েছে, যেগুলো খালি থাকার কথা নয়। অথচ এই পদগুলো বাদ দিয়ে ফল প্রকাশ করা হয়েছে। এতে অনেক মেধাবী প্রার্থী বাদ পড়ে গেছেন।”
বিক্ষোভকারীরা আরও জানান, পিএসসিকে (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) চিঠি দিয়েও কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তাই তারা রাস্তায় নেমে বাধ্য হয়েছেন। তাদের একমাত্র দাবি—৪৪তম বিসিএসের ফল পুনরায় মূল্যায়ন করে অবশিষ্ট পদসমূহ অন্তর্ভুক্ত করে নতুন ফলাফল প্রকাশ করা হোক।
অবরোধের কারণে শাহবাগ, টিএসসি, পলাশী, বাংলামোটর ও কাঁটাবনের আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
মন্তব্য করুন