
প্রকাশিত: ১৯ ঘন্টা আগে, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি'র আয়োজনে শিশুদের জন্মদিন উদযাপন ও উপহার বিতরন করা হয়েছে। ৭ মে বুধবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি'র তালিকা ভূক্ত ১২১ জন শিশুর জন্মদিন উদযাপন উদ্বোধন করেন ইউএনও জেসমিন আক্তার। তিনি শিশুদের সঙ্গে নিয়ে কেক কেটে শিশুদের খাইয়ে দেন এবং শিশুদের উপহার সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি'র ভারপ্রাপ্ত ম্যানেজার ডেনিস তপ্ন, জনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আকতার সুরভি,স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা অফিসার প্রদিপ হাসদা,শিশুদের অভিভাকগন। প্রত্যেক শিশুকে ১টি স্কুল ব্যাগ, ১টি মশারি, ১টি ছাতা, ১টি টিফিনবক্স, ১টি হ্যান্ড ওয়াস, ২টি হ্যান্ড ওয়াস রিফিল বক্স, ১কেজি করে গুড়া সাবান উপহার দেয়া হয়। শিশুদের জন্মদিন উদযাপনে উপস্থিত শিশুদের চোখে -মুখে আনন্দের ঝলক বয়ে যায়। শিশুদের আনন্দের উৎস এমন উদ্দোগকে স্বাগত জানান ইউএনও জেসমিন আক্তার। তিনি ওয়ার্ল্ড ভিশনের এই প্রকল্পের ভূয়সী প্রসংসা করেন।
ক্যাপশানঃ শিশুদের জন্মদিন উদযাপনে কেক কেটে শিশুদের খাইয়ে দেন এবং উপহার তুলে দেন।
মন্তব্য করুন