বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ৫ জুন, ২০২৪, ০২:৩৪ পিএম

অনলাইন সংস্করণ

৩০ জুন শুরু এইচএসসি পরীক্ষা

ছবি সংগৃহীত

আগামী ৩০ জুন রোববার থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি, আলিম, ভোকেশনাল, ডিপ্লোমা-ইন-কমার্স ও এইচএসসি বিএম/বিএমটি পরীক্ষা। তবে সিলেটসহ বন্যাদূর্গত এলাকাগুলোতে পরীক্ষা বন্ধ থাকবে। পরিস্থিতির উন্নতি হলে পরীক্ষা নেয়া হবে। এবারের এইচএসসি পরীক্ষায় ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এর মধ্যে ছাত্র - ৭,৫০,২৮১ জন আর ছাত্রী - ৭,০০,৫০৯ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৯১,৪৪৮ জন। 

আজ (বুধবার) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সভা শেষে ব্রিফিং এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শিক্ষা সচিব বোর্ড চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। 

মন্ত্রী জানান, এবারের এইচএসসি পরীক্ষার মোট কেন্দ্রের সংখ্যা - ২,৭২৫টি। গত বছরের তুলনায় কেন্দ্র বেড়েছে - ৬৭টি। পরীক্ষায় অংশ নেয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা  - ৯,৪৬৩টি। গত বছরের তুলনায় প্রতিষ্ঠান বেড়েছে - ২৯৪টি।

মন্তব্য করুন