
প্রকাশিত: ১৮ মে, ২০২৪, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।
শনিবার (১৮ মে) সকালে উপজেলার ভাতুড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন একই গ্রামের রেশমা খাতুন (৩০), পান্নু (১৯), হাসু (৪৫), কুরবান অলী (৩৫), রাহুল (১৭), আবুৃ তালেব (৫০), , সাহেব আলী (৫০) ও আব্দুল গনি অন্যতম।
স্থানীয়রা জানায়, উপজেলার ভাতুড়িয়া গ্রামের মেম্বর কোরবান আলী ও সাবেক মেম্বর মশিউর রহমানের মধ্যে বেশ কিছুদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। তার কারনেই সকাল বেলা মাঠে ধান কাটা নিয়ে মশিউরের সমর্থক হাসেম আলীকে কোরবান আলীর সমর্থক মিন্টু ও বিল্লাল মারপিঠ করে। এ ঘটনার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।
হরিনাকুন্ড থানা ওসি জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মন্তব্য করুন